মৌলভীবাজার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের আইনজীবীর সহকারী (মুহুরী) সিরাজ মিয়া হঠাৎ করে হৃদরোগে আক্রান্ত হয়ে কোর্ট প্রাঙ্গণে কোর্ট চলাকালীন সময়ে মৃত্যুবরণ করেন।
রোববার (৫ নভেম্বর) দুপুরে তার কর্মস্থলে কোর্ট প্রাঙ্গনে কাজ করার সময় বুকে ব্যাথা অনুভব করলে পরে তার সহকর্মীরা তাকে মৌলভীবাজার সদর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার সহকর্মীরা জানান, সিরাজ মিয়া জেলার কমলগঞ্জ উপজেলার আদমপুর এলাকার বাসিন্দা।
তার এই হঠাৎ এ মৃত্যুতে আদালত প্রাঙ্গনে এক শোকের ছায়া নেমে আসে। আইনজীবী ও সহকারী তার এই অকাল মৃত্যুতে শোকে স্তব্দ হয়ে যান।
এবি//দৈনিক দেশতথ্য//নভেম্বর ০৪,২০২৩//

Discussion about this post