মীরসরাইয়ে গ্রামীণ সুবিধাবঞ্চিত গ্রাহকদের মাঝে ব্যাংকিং সেবা ছড়িয়ে দিতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ নভেম্বর) সকালে ব্র্যাক ব্যাংক বারইয়ারহাট এজেন্ট ব্যাংকিং আউটলেটের উদ্যোগে উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের পূর্ব হিঙ্গুলী গ্রামে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
ব্র্যাক ব্যাংকের মাস্টার এজেন্ট মোঃ আশরাফ উদ্দিন সোহেলের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং চট্টগ্রাম রিজিয়নের টিম লিড কফিল উদ্দিন, এআরও মো. তানভীরুল ইসলাম, এআরই সৈয়দ মো. সাদমান আবেদীন, এএফও সবুজ সেন, ইশরাত সুলতানা তৃশা, গ্রাহক দীন মোহাম্মদসহ বারইয়ারহাট এজেন্ট ব্যাংকিং এর কর্মকর্তাবৃন্দ। এসময় বক্তারা বলেন, নিজেদের ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তার জন্য ক্ষুদ্র সঞ্চয়ের কোন বিকল্প নেই।
বক্তারা দেশের অর্থনৈতিক উন্নয়নে বৈদেশিক রেমিট্যান্সের গুরুত্ব এবং গ্রাহকদের আর্থিক সচেতনতা নিয়ে মতবিনিময় করেন। এসময় ব্র্যাক ব্যাংকের আধুনিক ব্যাংকিং এর বিভিন্ন সুবিধার কথা তুলে ধরা হয়। উঠান বৈঠকে বিভিন্ন শ্রেনি পেশার মানুষ অংশ নেয়।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post