নিজস্ব প্রতিবেদক : ‘শুধু ঢাকা নয়, জেলা শহরেও প্রতিভা পাওয়া যায়’ এই শ্লোগানকে সামনে রেখে কুষ্টিয়ায় মুজিব শতবর্ষ উদযাপন ও বাংলাদেশের সুর্বণজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ স্কাউটস এর চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দুপুরে কুষ্টিয়া কলকাকলি মাধ্যমিক বিদ্যালয়ে বাংলাদেশ স্কাউটস আর্টস অ্যান্ড ডিজাইন বিভাগের আয়োজনে এবং বাংলাদেশ স্কাউটস কুষ্টিয়া জেলা শাখার ব্যবস্থাপনায় অনুষ্ঠিত চিত্রাংকন প্রতিযোগিতায় জেলার বিভিন্ন উপজেলা থেকে ৩১ জন কাপ স্কাউটস সদস্য অংশ গ্রহন করে।
পরে প্রতিযোগিতায় অংশ গ্রহনকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এসময় বাংলাদেশ স্কাউটস আর্ট অ্যান্ড ডিজাউন এর সহকারী পরিচালন নাতুরাম চৌধুরী, খুলনা অঞ্চলের উপ-পরিচালক আবুল খায়ের, কুষ্টিয়া জেলার দ্বায়িতপ্রাপ্ত সহকারী পরিচালক জামাল উদ্দিন, জেলা স্কাউটস এর সম্পাদক উত্তম কুমার বিশ্বাস, কোষাধ্যক্ষ আরিফুর রহমান, যুগ্ম-সম্পাদক আবুল কালাম আজাদ, নির্বাহী সদস্য খাইরুল ইসলাম, সদর উপজেলা স্কাউটস এর কমিশনার ইফতেখায়রুল ইসলাম, সহ-সভাপতি নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ মাসুদুল করিম, জেলা গার্লস গাইড এর কমিশনার জেব-উন-নিসা সবুজ, দৌলতপুর স্কাউটসের সম্পাদক মজিবর রহমানসহ জেলাও উপজেলা স্কাউটসের নেতৃবৃন্দ ও কাপ নিডারগণ উপস্থিত ছিলেন।

Discussion about this post