নওগাঁর সাপহার উপজেলার জামায়াতের আমীর আবুল খায়ের (তরুন)কে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার দিবাগত রাতে তার আত্নগোপনে থাকা স্থান থেকে তাকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।জানা গেছে, দেশের চলমান রাজনীতির প্রেক্ষাপটে জামাত নেতা তরুন বেশ কিছুদিন ধরে তার নিজ বাসায় না থেকে আত্নগোপনে অবস্থান করে আসছিল।
এমতাবস্থায় সাপাহার থানা পুলিশ বৃহস্পতিবার দিবাগত রাতে এক অভিযান চালিয়ে তাকে তার আত্নগোপনে থাকা স্থান থেকে আটক করে এবং নিয়মিত মামলার আসামী দেখিয়ে তাকে নওগাঁ কোর্টে চালান করেছে বলে সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ন কবির জানিয়েছেন।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post