মেহেরপুর সদর উপজেলার বর্শিবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ পাওয়া গেছে। অতিরিক্ত হারে মাসিক বেতন, পরীক্ষা ফি ও সেশন ফির নামে আদায় করা হচ্ছে টাকা। অতিরিক্ত টাকা আদায় নিয়ে শিক্ষার্থী ও অভিভাবক মহলে চাপা ক্ষোভ বিরাজ করছে।
স্থানীয়দের অভিযোগ, সরকারি নীতিমালা অমান্য করে স্কুল কর্তৃপক্ষ ষষ্ঠ থেকে নবম শ্রেণির ছাত্রছাত্রীদের কাছ থেকে বিভিন্ন কারন দেখিয়ে অতিরিক্ত টাকা আদায় করছে।
জানা গেছে, ওই স্কুলের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ কে স্কুল পরিচালনা কমিটি বিভিন্ন কারন দেখিয়ে সাময়িক বরখাস্ত করার পরে, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিলারা পারভিন (মুক্তা), স্কুল পরিচালনা কমিটির সভাপতি গোলাম মোস্তফা শান্তি ও কয়েকজন সহকারী শিক্ষকরা মিলে এসব অনিয়ম পরিচালনা করছে। এছাড়াও কোন নিয়ম নীতির তোয়াক্কা না করে, রাজনৈতিক প্রভাব খাটিয়ে একই ব্যক্তি ১৫ বছর ধরে সভাপতির দায়িত্বে বহাল রয়েছেন। যা নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এবিষয়ে বর্তমান প্রধান শিক্ষক দিলারা পারভিন (মুক্তা) বলেন, আমরা কোন অনিয়ম করে স্কুল চালাচ্ছি না। পার্শ্ববর্তী এলাকার বড় স্কুল গুলোর সাথে কথা বলে তাদের সাথে সামঞ্জস্য রেখে মাসিক বেতন সহ অন্যান্য ফি নিয়ে থাকি।
এবিষয়ে সভাপতি গোলাম মোস্তফা শান্তি বলেন, আমি বৈধ নিয়ম মেনেই দীর্ঘদিন ধরে সুনামের সাথে সভাপতির দায়িত্ব পালন করছি। আমার জানামতে স্কুলে কোন অনিয়ম হয় না। তবে বিদ্যালয়ে কিছু শিক্ষক রয়েছে যারা জাল বিএডি সনদে চাকরি করছেন। এদের কারনে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ পরিবেশ নষ্ট হচ্ছে।
এবিষয়ে জেলা শিক্ষা অফিসার আব্বাস উদ্দিন বলেন, অরিতিক্ত টাকা নেওয়ার সুযোগ নেই। সুনির্দিষ্ট অভিযোগ পেলে অবস্যই ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ১৯ নভেম্বর ২০২৩
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post