রাজশাহীর গোদাগাড়ীতে পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
রোববার দুপুর ২টার দিকে উপজেলার ঘনশ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাব স্কাউট ইউনিট লিডার জয়দুল ইসলাম এর নিজস্ব অর্থায়নে স্কাউট সামগ্রী প্রদান করা হয়।
এ সময় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ স্কাউটস,রাজশাহী অঞ্চলের লিডার ট্রেনার প্রতিনিধি সালেহ আহম্মদ (এলটি)। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ স্কাউটস গোদাগাড়ী উপজেলার স্কাউট সম্পাদক আনোয়ারুল ইসলাম (দুলাল)।
উপকরণ বিতরণ শেষে ফলজ ও বনজ চারা গাছ লাগানো হয়। ওই বিদ্যালয়ের ২১ জন শিক্ষার্থীকে স্কাউট পোশাক,শিক্ষা উপকরণ ও টিফিন বক্স ও গাছের চারা দেয়া হয়।
এ সময় বক্তারা বলেন,এভাবে সমাজের প্রতিটি মানুষ তাদের সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসলে সমাজের অসহায় ও পিছিয়ে পড়া ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের সুনাগরিক হিসেবে গড়ে তোলা সম্ভব।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post