ফিলিস্তিনের গাজায় ইসরাইলের হামলায় প্রতিদিন প্রান হারাচ্ছে হাজার হাজার বেসামরিক নাগরিক।
এতে পৃথিবী আজ দুই ভাগে বিভক্ত। সময়ের সাথে সাথে লাশের মিছিল বেরেই চলেছে গাজায়। দেখা দিয়েছে মানবিক বিপর্যয়। ইসরাইলি গনহত্যার শিকার হচ্ছে নারী পুরুষ পাশাপাশি শিশুরাও। এসকল কর্মকাণ্ড বন্ধে ও শিশু হত্যার প্রতিবাদ জানিয়ে পটুয়াখালীতে মানববন্ধন করেছে স্কাইলার্ক স্কুল এন্ড কলেজের শিশু শিক্ষার্থীরা।
রোববার(১৯নভেম্বর) সকাল ১০টায় পটুয়াখালী শহরের সবুজবাগ এলাকায় প্রতিষ্ঠানটির সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
এসময় শিশুদের পাশাপাশি উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মোঃ জুবায়ের মামুন, সহকারী অধ্যক্ষ অভিজিৎ কর্মকার, শান্তনু দত্ত সহ শিশুদের পরিবারের সদস্যরা। এসময় তারা অবিলম্বে শিশু হত্যা বন্ধ ও শিশুদের নিরাপদ জীবন নিশ্চিতের দাবি জানায়।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post