মেহেরপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমান অভিযানে নিউ পপুলার বেকারি নামের একটি প্রতিষ্ঠানে ২০ হাজার টাকা জরিমানা আদায় ও ১০ দিনের জন্য বেকারটি কে সিলগালা করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে মেহেরপুর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ এ অভিযান পরিচালনা করেন।
তিনি জানান, মেহেরপুর বামনপাড়ায় অবস্থিত মুক্তার আলীর মালিকানাধীন নিউ পপুলার বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশ, কর্মচারীদের স্বাস্থ্য সনদ, খাবারে নিষিদ্ধ উপকরণ মেশানো ও মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ও ৪৩ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরো জানান, একই সাথে স্বাস্থ্যকর পরিবেশ তৈরি বেশ কিছু খাবার নষ্ট করা হয়।আদালতের বিচারক সজল আহমেদ বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণে এ অভিযান অব্যাহত থাকবে।
অভিযান কালে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদসহ মেহেরপুর জেলা পুলিশের একটি টিম সেখানে উপস্থিত ছিলেন।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ২১ নভেম্বর ২০২৩
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post