রাজধানীর মিরপুর কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধার সন্তান মো. শরীফউদ্দিন অনিম ক্যান্সারে আক্রান্ত। গত চার মাস ধরে তিনি মরনব্যাধি লিম্ফোমা ক্যান্সারে আক্রান্ত। অর্থাভাবে তিনি উন্নত চিকিৎসা করাতে পারছেন না।
আর্থিক সহায়তা পাওয়ার আবেদন জানিয়ে অনিম বলেন, ৩০ বছর ধরে রাজনীতির সাথে যুক্ত। অত্যন্ত বিনয়ের সাথে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আর্থিক সাহায্য কামনা করছি।
প্রসঙ্গত, শরীফ উদ্দিন অনিম অত্যন্ত সুনাম ও সততার সঙ্গে ২০০১ থেকে ২০১০ সাল পর্যন্ত মিরপুর কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। চিকিৎসা করাতে গিয়ে জমানো অর্থও শেষ হয়ে গেছে।
এবি//দৈনিক দেশতথ্য//নভেম্বর ২৭,২০২৩//
প্রিন্ট করুন
Discussion about this post