ময়মনসিংহ- ৯ নান্দাইল আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন এমপি আনোয়ারুল আবেদীন খান তুহিন।
সোমবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে আনোয়ারুল আবেদীন খান নান্দাইল পৌরশহরের তাঁর বাসভবনের সামনে এক মতবিনিময় সভায় আওয়ামীলীগের দলীয় মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থীতার ঘোষণা দেন।
এ সময় নান্দাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান, পৌর মেয়র, মুক্তিযোদ্ধা কমান্ড কার্যালয়ের সাবেক কমান্ডার, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান, উপজেলা ভাইস চেয়ারম্যানদ্বয়, ১৩টি ইউনিয়ন পরিষদের মধ্যে ১০জন ইউপি চেয়ারম্যান, মেম্বার ও সাবেক তিনজন চেয়ারম্যান ছাড়াও উপজেলা ছাত্রলীগ-যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আনোয়ারুল আবেদীন খান টানা দুইবার আওয়ামী লীগের দলীয় এমপি নির্বাচিত হন। তাঁর মা মিসেস জাহানারা খানম জেলা আওয়ামী লীগের নেত্রী ও সংরক্ষিত আসনের সাবেক এমপি ছিলেন।
অপরদিকে, এবার ময়মনসিংহ- ৯ নান্দাইল আসনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেয়েছেন দুইবারের নির্বাচিত সাবেক এমপি মেজর জেনারেল (অব.) আব্দুস সালাম। তিনি নান্দাইল উপজেলা আওয়ামীলীগের সভাপতি। মেজর জেনারেল (অব.) আব্দুস সালাম মনোনয়ন পাওয়ায় দলীয় নেতা-কর্মীরা তাঁকে ফুল দিয়ে বরন করে নিয়েছেন।
স্বতন্ত্র প্রার্থী হওয়ার বিষয়ে আনোয়ারুল আবেদীন খান তুহিন বলেন, তৃণমূলের নেতা কর্মী, সমর্থক ও সাধারণ মানুষের দাবির মুখে নির্বাচনের ঘোষণা দিয়েছি। স্বতন্ত্র প্রার্থী হওয়ার ক্ষেত্রে হাইকমান্ডের কৌশলগত সিদ্ধান্ত রয়েছে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেউ যাতে পাস করতে না পারে এমন কথাও বলা হয়েছে।
এই দুইজন প্রার্থীর নান্দাইলে ব্যাপক জনসমর্থন থাকায় এলাকাবাসীর ধারণা নির্বাচনের পরিবেশ ও সুষ্ঠু হলে খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post