রামগঞ্জ উপজেলার চন্ডিপুর মনসা উচ্চ বিদ্যালয়ের সুষ্ঠ ভোটগ্রহণ নিয়ে শঙ্কায় অভিভাবকদের আবেদন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে।
এদিকে জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণা পর বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির ভোটগ্রহণ কতটা যোক্তিক, তা নিয়েও প্রশ্ন সাধারণ ভোটারদের।
এলাকাবাসীর অভিযোগ উক্ত নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় ক্ষমতাসীনদের দুইটি পক্ষের মাঝে চরম বিভেদ দৃশ্যমান ও যে কোনো মুহূর্তে সংঘর্ষ জড়িয়ে পড়তে পারে। কোনো দুর্ঘটনা ঘটলে এটার দায়বার কে নিবে আল্লাহ ভালো জানে। যা জাতীয় নির্বাচনে প্রভাব ফেলতে পারে।
এই বিষয় উপজেলা শিক্ষা অফিসার মোনাজের রশীদ জানান, ইউএনও স্যার বলছেন চন্ডিপুর মনসা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন স্থগিত তবে এখন নির্বাচন হবে কিনা সেটা আমি জানি না। দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার শরিফুল্লাহ আল সামস জানে।একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের নির্বাচনকে কেন্দ্র করে এহেন পরিস্থিতি নিয়ে চরম ক্ষোভ দেখা দিয়েছে অভিভাবক ও স্থানীয় সচেতন ব্যক্তিবর্গের মাঝে।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post