কলাপাড়ায প্রার্থীর পক্ষে পথ সভা, অনুমতি ছাড়া সড়ক আটকে নির্বাচনী আচরন বিধি ভঙ্গ এবং দুই সমর্থককে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে ১১৪, পটুয়াখালী-৪ নির্বাচনী এলাকায় কলাপাড়া পৌরশহরের গোডাউন এলাকায় এই ঘটনা ঘটে।
আহত কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক মনিরুল ইসলাম ও যুবলীগের স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক ওয়াসিম তালুকদারকে চিকিৎসার জন্য কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে কলাপাড়া ইউএনও, সহকারী রিটেনিং অফিসার মো. জাহাঙ্গীর হোসেন ও কলাপাড়া থানার ওসি আলী আহম্মেদ আহতদের হাসপাতালে দেখতে যান।
কলাপাড়া থানার ওসি আলী আহম্মেদ জানান, নির্বাচনে মনোনয়ন পত্র দাখিল কে কেন্দ্র করে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় অভিযোগ দায়ের করেনি।
এ রিপোর্ট লেখা পর্যন্ত সহকারী রিটার্নিং অফিসারের কাছে নৌকা মনোনীত প্রার্থী অধ্যক্ষ মো: মহিব্বুর রহমান, আওয়ামীলীগের মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী মো: মাহবুবুর রহমান, ব্রিগেডিয়ার জেনারেল (অব:) মো: হাবিবুর রহমান, আবদুল্লাহ আল ইসলাম লিটন এবং মশাল প্রতীকের জাসদ (ইনু) মনোনিত প্রার্থী সাংবাদিক বিশ্বাস শিহাব পারভেজ মিঠু মনোনয়ন পত্র দাখিল করেছেন।
সহকারী রিটার্নিং অফিসার কলাপাড়া ইউএনও মো: জাহাঙ্গীর হোসেন বলেন, তাঁর কার্যালয়ে আ’লীগ, জাসদ (ইনু) ও স্বতন্ত্র সহ ৫জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post