কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সাবেক সংসদ সদস্য ও স্বতন্ত্র প্রার্থী আবদুর রউফের সমর্থক আজিজুর রহমান সুমনের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রাজনৈতিক শত্রুতার জেরে পরিকল্পিতভাবে সোমবার (৪ ডিসেম্বর) বিকাল ৫টার দিকে কুমারখালী উপজেলা শহরের থানার মোড়ের সমিরের চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটেছে।
এঘটনায় আজিজুর রহমান সুমন বাদী হয়ে কুমারখালী থানায় ৮ জনের নামোল্লেখ করে অজ্ঞাত ৪/৫ জনকে আসামি করে মামলা করছেন। এ মামলার ৫ নম্বর আসামী এস এম শাহিনকে সোমবার দিবাগত রাতে গ্রেপ্তার করেছে কুমারখালী থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিবুল ইসলাম আকিব।
আহত আজিজুর রহমান সুমন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের হোগলা গ্রামের মৃত আকবর হোসেনের ছেলে। তিনি সাবেক সংসদ সদস্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সদস্য আবদুর রউফের সমর্থক।
আসামীরা হলেন- কুমারখালী উপজেলার এলঙ্গীপাড়া গ্রামের মৃত মজিবর মুন্সীর ছেলে সরোয়ার হোসেন সরো, একই উপজেলার জাহিদপুর গ্রামের মতিয়ার হোসেনের ছেলে রাসেল হোসেন, মালিয়াট গ্রামের মৃত জলিলের ছেলে সোহেল, সেরকান্দী পৌরপাড়ার মসলেম শেখের ছেলে শফি, বাটিকামারা গ্রামের মৃত সামছুদ্দিন শেখের ছেলে এস এম শাহিন, এলঙ্গীপাড়া এলাকার আনছারের ছেলে কাজু আহম্মেদ, দুর্গাপুর কাজীপাড়ার মৃত আব্দুল গফুরের ছেলে মেজবাহুর রহমান মেজর এবং সেরকান্দী এলাকার আতিয়ারের ছেলে সেলিম।
এজাহার সূত্রে জানা গেছে, সোমবার বিকাল ৫টার দিকে কুমারখালী উপজেলা শহরের থানার মোড়ের সমিরের চায়ের দোকানের সামনে রাজনৈতিক শত্রুতার জেরে পরিকল্পিতভাবে স্বতন্ত্র প্রার্থী রউফের সমর্থক সুমনের ওপর সন্ত্রাসী হামলা করেন প্রতিপক্ষের লোকজন। এতে গুরুতর আহত হন সুমন। তাকে উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়। তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এবিষয়ে আহত আজিজুর রহমান সুমন বলেন, আমি স্বতন্ত্র প্রার্থী আবদুর বউফের সমর্থক। তার রাজনৈতিক সভা-সমাবেশে অংশগ্রহণ করি। এজন্য প্রতিপক্ষের লোকজন আমাকে হত্যার উদ্দ্যেশ্যে পূর্বপরিকল্পিতভাবে বেধড়ক মারপিট করে। তারা বর্তমান সংসদ সদস্যের সমর্থক। হামলার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
এবিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিবুল ইসলাম আকিব বলেন, স্বতন্ত্র প্রার্থী রউফের কর্মীকে হামলা মামলার আসামি শাহীনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য আসামিদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ৫ ডিসেম্বর ২০২৩
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post