কুষ্টিয়ার দৌলতপুরে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প এর আওতায় উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে বেঞ্চ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে বেঞ্চ বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ওবায়দুল্লাহ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. এজাজ আহমেদ মামুন ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহীদুল ইসলাম,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন আলেয়া, উপজেলা প্রকৌশলী মো. রাকিব হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল হান্নান,উপজেলা কৃষি কর্মকর্তা মো. নুরুল ইসলাম,ইউডিএফ আব্দুস সালাম প্রমুখ।
উল্লেখ্য’ উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি),স্হানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) এর সহযোগিতায় উপজেলার ৩টি প্রাইমারি ও ১৩টি মাধ্যমিক বিদ্যালয়ে মোট ২৮৯ জোড়া বেঞ্চ দেওয়া হয়।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ৫ ডিসেম্বর ২০২৩
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post