‘তথ্য দিন সেবা নিন’ স্লোগানকে সামনে রেখে কুষ্টিয়ার দৌলতপুরে সাইবার বুলিং, কিশোর গ্যাং, সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, জুয়া, ইভটিজিং, বাল্য বিবাহ ও যৌতুক প্রতিরোধের লক্ষ্যে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ ডিসেম্বর ) বিকেলে উপজেলার খলিসাকুন্ডি ইউনিয়নের শ্যামনগর বাজার চত্বরে খলিসাকুন্ডি ইউনিয়নের সমন্বয়ে গঠিত থানা পুলিশের ৮৪নং বিটের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
এএসআই একলাচুর রহমানের সঞ্চালনায় ও ৪নং ওয়ার্ড সদস্য সেলিম বিন জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খলিসাকুন্ডি বিট অফিসার এসআই শিমুরুল হাসান (শিমুল)।এসময় এএসআই সাগর আহমেদ,৪নং ওয়ার্ডের সাবেক সদস্য ও আওয়ামী লীগ নেতা মো. বেদালী মন্ডল, দৌলতপুর প্রেসক্লাব ডিপিসি’র যুগ্ন সাধারণ সম্পাদক মো.হেলাল উদ্দিন সহ স্হানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।
সভায় সংক্ষিপ্ত বক্তব্যে এসআই শিমুরুল হাসান শিমুল বলেন,পুলিশ সারাদেশে বিট পুলিশিং সেবা চালু করেছে। যাতে করে জনগণ আরো দ্রুত সময়ে যেকোন ধরনের নাগরিক সেবা পেতে সক্ষম হয়।
আপনি ঘরে বসেই বিট পুলিশিং এর মাধ্যমে যেকোন পুলিশি সেবা গ্রহণ করতে পারেন। আপনাদের যেকোন সমস্যায় পিপুলবাড়ীয়া পুলিশ ক্যাম্পের দরজা সব সময় খোলা। কোন ভয় বা সংকচের কারণ নেই।যে কোন সময় ক্যাম্পে এসে অথবা ফোনের মাধ্যমে সেবা নিতে পারবেন।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ৫ ডিসেম্বর ২০২৩
প্রিন্ট করুন
Discussion about this post