কুষ্টিয়া ভেড়ামারায় জাতীয় মহিলা সংস্থার আয়োজনে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালন করা হয়েছে।
গতকাল শনিবার (৯ ডিসেম্বর) সকাল ১১ টায় দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি উপজেলা চত্বরের সামনে থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে জাতীয় মহিলা সংস্থার অফিস কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় জাতীয় মহিলা সংস্থা ভেড়ামারা উপজেলা কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আসমান আলীর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান বলাকা পারভীন স্বপ্না। বিশেষ অতিথি ছিলেন, জাতীয় মহিলা সংস্থা পরিচালনা পর্ষদ এর সদস্য নিলুফা ইয়াসমিন ঝর্ণা, হাসিনা বানু, মহুয়া জামান। আরো উপস্থিত ছিলেন, অফিস সহকারী মোঃ আব্দুল বারী, এবং ট্রেড প্রশিক্ষক শাহানারা বেগম সহ জাতীয় মহিলা সংস্থার সেলাই প্রশিক্ষণ কার্যক্রমের সকল শিক্ষার্থী।
অনুষ্ঠানে শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত করেন, প্রশিক্ষণার্থী সুমনা আহমেদ।
বেগম রোকেয়ার জীবনের উপর আলোচনায় অংশ গ্রহণ করেন, প্রশিক্ষণার্থী সানজিদা আক্তার সুবর্ণা, ফারজানা আক্তার বৃষ্টি, শারমিন আক্তার দীপ্তি, শাম্মি আক্তার, আলো, কাজল রেখা, শারমিন আক্তার রত্না, মাহিয়া আক্তার মৌ প্রমুখ।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ৯ ডিসেম্বর ২০২৩
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post