রকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে মাংস বিক্রি করার অপরাধে মেহেরপুরের গাংনী বাজারের দুুই মাংস ব্যবসায়ীকে অর্থদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
সোমবার (১১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার সময় গাংনীর কাথুলী মোড় ও বড় বাজারে অভিযান চালিয়ে মাংস ব্যবসায়ী আলমগীর হোসেন ও জাহাঙ্গীরকে এ অর্থদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাদির হোসেন শামিম।
ভ্রাম্যমান আদালত সুত্রে জানা যায়, সরকার নির্ধারিত ৫শ’ টাকা মূল্যের অধিক ৭শ’৫০ টাকা প্রতি কেজি দরে মাংস বিক্রি করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারা মোতাবেক ব্যবসায়ী জাহাঙ্গীরকে ৫ হাজার ও আলমগীরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানা যায়।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ১১ ডিসেম্বর ২০২৩

Discussion about this post