সুনামগঞ্জের জগন্নাথপুরে মোটর সাইকেল দুর্ঘটনায় আলী হোসেন বুলবুল (৪৫) নামের একজন নিহত হয়েছেন।
নিহত বুলবুল কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার চিল্লি গ্রামের মোহাম্মদ সুলেমানের পুত্র।
জানাযায়, উপজেলার পাইলগাঁও ইউনিয়নের উলুকান্দি গ্রাম থেকে বিশ্বনাথ উপজেলার বাগিছাবাজার এলাকার গোদামঘাটে যাওয়ার জন্য মটর সাইকেল যোগে আলী হোসেন বুলবুল রওয়ানা দেন। মোটর সাইকেল যোগে যাওয়ার পথে জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর (নোয়াপাড়া) খানবাড়ি নামক স্থানে ব্রিজের উপরে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা রাত সাড়ে ৬টার দিকে একটি টমটম মোটরসাইলকে ধাক্কা দিলে মটর সাইকেলটি সড়কের পাশে চিটকে পড়ে যায়। এসময় মোটরসাইকেল চালক আলী হোসেন বুলবুল এবং তার সাথে থাকা সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার রায়পুর গ্রামের মফিজ মিয়ার ছেলে ইসলাম উদ্দিন (২৪) জ্ঞান হরিয়ে ফেলেন।
স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বুলবুলকে মৃত ঘোষনা করেন। আহত ইসলাম উদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। খবর পেয়ে থানার এসআই শামছুলসহ একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post