দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী ৪ (কলাপাড়া, মহিপুর,রাঙ্গাবালী) আসনে জাসদ মনোনীত মশাল মার্কার প্রার্থী বিশ্বাস শিহাব পারভেজ মিঠু গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন।
বুধবার (২০ ডিসেম্বর) সকাল ১১টায় কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার তৌহীদুর রহমান (সি আই পি) মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিশ্বাস শিহাব পারভেজ মিঠু বলেন, ‘মুক্তি যুদ্ধ দেখেছি যুদ্ধে অংশ গ্রহন করতে পারিনি। তাই মুক্তিযুদ্ধের মত ভোটের মাঠে আরেকটি যুদ্ধে অংশ নিয়েছি।’ তিনি আরও বলেন, দেশে চলমান আগুন সন্ত্রাসের বিরুদ্ধে আমার এই যুদ্ধ। তাই আগামী ৭ জানুয়ারি পটুয়াখালী-৪ আসনের সকলে ভোটার কেন্দ্রে উপস্থিত থেকে মশাল প্রতীকে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করার আহ্বান জানান তিনি। এসময় কলাপাড়ায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post