নওগাঁয় মতিবুল মন্ডল (৫৫) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।
বুধবার (২০ ডিসেম্বর) সকাল ৯টার দিকে ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহত মতিবুল মন্ডল জেলার পত্নীতলা উপজেলার নজিপুর এলাকার মৃত জহির উদ্দিনের ছেলে। তিনি পত্নীতলা উপজেলার নজিপুর পৌর বিএনপির ২ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক ছিলেন।
নওগাঁর জেল সুপার নজরুল ইসলাম বলেন, মতিবুল মন্ডল মারপিট ও বিষ্ফোরক মামলার আসামি ছিলেন। তিনি গত ২৭ নভেম্বর জেল হাজতে আসেন। এরপর গত ১৪ ডিসেম্বর হঠাৎ করে অসুস্থ হলে তাকে কারাগার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি চিকিৎসাধীন ছিলেন। আরটিআই রোগে (শ্বাসতন্ত্রের সংক্রমন) রোগে আক্রান্ত ছিলেন। বুধবার সকালে অসুস্থতা বেড়ে যাওয়ায় তাকে নওগাঁ সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টার দিকে মারা যান। আইনানুগ প্রক্রিয়া শেষে নিহতের স্বজনদের কাছে মরদেহটি হস্তান্তর করা হবে।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post