কুষ্টিয়ার দৌলতপুরে কমিউনিটি পুলিশিং ডে -২০২১ উপলক্ষে সকাল ৯ টা ৩০ মিনিটে র্যালী ও সকাল ১০ টায় থানা চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পুলিশ পরিদর্শক তদন্ত শফিকুল ইসলাম এর সঞ্চালনায়, মুজিব বর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রতি এই শ্লোগানে, দৌলতপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ নাসির উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক জাহেরুল ইসলাম, প্রাগপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শহিদুল হালশানা, দৌলতপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সাইদুল ইসলাম সহ উপজেলা বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কমিউনিটি পুলিশিং এর সভাপতি সহ স্থানীয় নেতা কর্মী বৃন্দ।
এ সময় আলোচনা অনুষ্ঠানে কমিউনিটি পুলিশিং নিয়ে ব্যাপক আলোচনা হয়। আলোচনা সভায় সাধারন মানুষের মতামত প্রকাশ করেন।
উক্ত সভায় অফিসার ইনচার্জ নাসির উদ্দিন তার বক্তব্যে উল্লেখ করেন, সরকারের সকল সেবা নিশ্চিত করতে ও পুলিশের সকল সেবা মানুষের কাছে পৌছাতে সকল পুলিশ সদস্য কাজ করছে, তিনি এ সময় আর ঘোষনা দেন আপনারা এলাকাবাসী যদি আমাদের সহযোগীতা করেন আমি এই উপজেলায় মাদক নিয়ন্ত্রণ করবো ইনশাআল্লাহ। আলোচনা সভা শেষে কেক কাটা হয়।
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post