কুষ্টিয়া -২ (ভেড়ামারা মিরপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী কামারুল আরেফিন গতকাল শুক্রবার (২২শে ডিসেম্বর) সকালে বাহাদুরপুর ইউনিয়নের কুচিয়ামোড়া বাজারে গণসংযোগ ও মরহুম আব্দুর রাজ্জাক চেয়ারম্যানের কবর জিয়ারত করেছেন।
এসময় তিনি সাংবাদিকদের বলেন, সন্ত্রাসী ও মাদকমুক্ত সমাজ ব্যবস্থার স্বার্থে ট্রাক মার্কা প্রতিকে আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করুন।
আজ আওয়ামী লীগ ও জনগণ একত্রিত হয়েছে। আমি স্বতন্ত্র প্রার্থী না, আমি মিরপুর-ভেড়ামারা আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে সমর্থিত অঙ্গ সংগঠনের প্রার্থী। আমার বিশ্বাস দু-একদিনের মধ্যেই মিরপুর-ভেড়ামারা মুক্তিযোদ্ধারা আমার পক্ষে নির্বাচনী প্রচারণায় মাঠে নামবেন এবং দেশনেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ তৈরীতে সহযোগিতা করবে।
এসময় কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য ও ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সহ-সভাপতি সোহেল রানা পবন, বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শামীম আহম্মেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বুলবুল হাসান পিপুল, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সোহানুর রহমান সোহাগ সহ নেতা কর্মী ও সমর্থকগণ উপস্থিত ছিলেন।
রুবেল//দৈনিক দেশতথ্য//ডিসেম্বর ২২,২০২৩//

Discussion about this post