শীতকালীন ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি ও নির্বাচনকালীন ছুটি মিলিয়ে মোট ১০ দিন বন্ধ থাকবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কার্যক্রম।
এরমধ্যে ৩১ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত ৫ দিন শীতকালীন ছুটি, শীতকালীন ছুটির আগে ও পরের সাপ্তাহিক ছুটি ৪ দিন এবং নির্বাচনের কারণে ১ দিন। ছুটির মধ্যে আবাসিক হলগুলো যথারীতি খোলা থাকবে।
সোমবার (২৫ ডিসেম্বর) তথ্যটি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর প্রশাসক অধ্যাপক ড. প্রদীপ কুমার পাণ্ডে।
তিনি বলেন, ৩১ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত শীতকালীন ছুটি উপলক্ষ্য বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে।
শীতকালীন ছুটির পরে সাপ্তাহিক দুইদিন ছুটি এবং জাতীয় নির্বাচন উপলক্ষ্য ৭ জানুয়ারি জাতীয় ছুটি হিসেবে ঘোষিত হওয়ায় ৮ জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কার্যক্রম চলবে। ছুটি শেষে সার্বিক কার্যক্রম যথারীতি চলমান থাকবে।
হল খোলা রাখা হবে কিনা জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের হল প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক অধ্যাপক জাহাঙ্গীর হোসেন বলেন, শীতকালীন ছুটিতে আবাসিক হলগুলো যথারীতি খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post