সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর পুর্ব ইউনিয়নের কালীবাড়ি গ্রমে একটি বসত ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২৫ ডিসেম্বর) ভোর সাড়ে ৬টায় এ ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডে ঘরে থাকা ফ্রিজ ও আসবাবপত্রসহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র পুড়ে যায়। এতে প্রায় ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনে পুড়ে যাওয়া এই ঘর স্থানীয় ব্যবসায়ী হানিফ মাহমুদের।
প্রতিবেশি উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফারুকজ্জামান রানা জানান, পাশের বাড়ীতে আগুনের খবর পেয়ে ফায়ারসার্ভিসকে ফোন দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণ আনেন। আল্লাহ অনেক বড় বিপদ থেকে রক্ষা করেছেন।
হানিফ মাহমুদ জানান, ভোরে উঠে দেখি ঘরের মধ্যে ধোঁয়া, সঙ্গে সঙ্গে ঘরে থাকা সবাইকে সরিয়ে নেই। প্রথমে স্থানীয়রা আগুন নেভাতে সাহায্য করেন। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। তিনি আরও বলেন, আগুনের সুত্রপাত ফ্রিজ থেকে হতে পারে।
কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার খাইরুল আলম এ তথ্য নিশ্চিত করে জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।
সোহাগ//দৈনিক দেশতথ্য//ডিসেম্বর ২৫, ২০২৩//

Discussion about this post