কলাপাড়া: পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের ভাড়াটিয়া বাড়ির ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে লাকী বেগম (২৪) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। বুধবার সকাল ৭ টার দিকে পৌর শহরের রহমতপুর এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ঝুলন্ত লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠিয়েছে। তার স্বামীর নাম মাসুদ দফাদার। কলাপাড়া উপজেলার ধুলাসার ইউনিয়নের ধুলাসার গ্রামের বাসিন্দা এরা। চাকুরির সুবাদে রহমতপুর এলাকার ভাড়াটিয়া বাসায় থাকতেন এ দম্পতি।
কলাপাড়া থানার পুলিশ উপ-পরিদর্শক মো.তায়েবুর রহমান জানান, পারিবারিক কলহের জের ধরে সে আত্মহত্যা করেছে বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।
লাকী বেগমের স্বামী মাসুদ দফাদার জানান, তাদের সবার অগোচরে সে এমন ঘটনা ঘটিয়েছে। তবে পারিবারিক অশান্তির কথা স্বীকার করেছেন তিনি।
সোহাগ//দৈনিক দেশতথ্য//ডিসেম্বর ২৭,২০২৩//

Discussion about this post