নিজস্ব প্রতিবেদক : কুষ্টিয়ায় জাতীয় কৃমি নিয়ন্ত্রন সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। শনিবার সকাল ৯টায় শহরের মোল্লাতেঘরিয়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের কৃমি নাশক ট্যাবলেট খাইয়ে এ সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক সাইদুল ইসলাম ও কুষ্টিয়ার সিভিল সার্জন সিভিল সার্জন ডাঃ এইচ এম আনোয়ারুল ইসলাম। এ সময় জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, কুষ্টিয়া সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ শিক্ষা কর্মকর্তা শামছুল আলম, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
৩০ অক্টোবর থেকে ৫ নভেম্বর সারাদেশে একযোগে চলবে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ-২০২১। প্রাথমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি ১০ম শ্রেণি পর্যন্ত সকল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্কুল মাদ্রাসা বহির্ভুত, পথশিশু, শ্রমজীবী শিশুদেরকে একই নিয়মে বিদ্যালয়ে উপস্থিতির মাধ্যমে সকলকে এক ডোজ কৃমি নাশক ট্যাবলেট খাওয়ানো হবে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

Discussion about this post