কুষ্টিয়ার উন্নয়ন ও শান্তিপূর্ণ নির্বাচনের বিরুদ্ধে পৌরসভা কে ব্যাবহার করা এবং দূর্নীতি ও স্বেচ্চাচারিতার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে কুষ্টিয়া পৌরসভার কাউন্সিলররা।
বুধবার (১০ জানুয়ারি) বিকাল সাড়ে ৪ টায় কুষ্টিয়া শহরস্থ খেয়া রেস্তোরাঁয় এ সংবাদ সম্মেলন করেছে কাউন্সিলররা।
সংবাদ সম্মেলন লিখিত বক্তব্যে তারা বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলী পুত্র পারভেজ আনোয়ার তনু স্বতন্ত্র প্রার্থী ছিলেন।
গত ৩ মাস ধরে আমরা দেখছি মেয়র সাহেব পৌরসভায় আসেন না অথচ পৌরসভার গাড়ি নিয়ে ছেলের নির্বাচনে কাজে বিভিন্ন এলাকায় গেছেন। মেয়র আনোয়ার আলী তার ব্যক্তিগত ও পারিবারিক কাজে ব্যাবহার করছে পৌরসভার কর্মচারী ও গাড়ি। কুষ্টিয়া পৌরসভার সুবিধাভোগী বিভিন্ন বস্তি এলাকা ও পৌরসভা কর্মরত মাস্টার রোলে কর্মচারীদের কর্মচারীদের সাথে নিয়ে কুষ্টিয়া উন্নয়নের বিরুদ্ধে এবং শান্তিপূর্ণ দ্বাদশ সংসদ নির্বাচনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।
আরো বলেন, কুষ্টিয়া পৌরবাসী অতিরিক্ত ট্যাক্সের যন্ত্রণা ভোগ করছে। পানির বিল আগের ৫০০ টাকা থাকলেও এখন তিনি প্রতি ইউনিটে ৫০০ টাকা করায় একটি ভবনে কম পক্ষে ৩০০০/ ৪০০০ টাকা বিল আচ্ছে। শিক্ষা খাতে নামে টাকা নিয়ে তিনি ইচ্ছামত ব্যবহার করে। শিক্ষা খাতে কাদের টাকা দেয়, কত টাকা দেয়, তা কোন পৌর কাউন্সিলর কে জানানো হয় না। পৌর পরিষদ কে উপেক্ষা করে স্বেচ্ছাচারিতার চরম শিখরে অবস্থান করছে মেয়র আনোয়ার আলী। কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলীর অনিয়ম দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে কাউন্সিলররা সোচ্চার হয়েছে পৌরবাসী।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ১০ জানুয়ারি ২০২৪
প্রিন্ট করুন
Discussion about this post