কুষ্টিয়ায় কেএনবি এগ্রো ইন্ডাষ্ট্রিজ লিঃ এর ১ যুগে পদার্পন করেছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে কারখানা চত্বরে মিলাদ মাহফিল, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চালকল মালিক সমিতির সভাপতি আব্দুর রশীদ।
এসময় তিনি বলেন, ফিড উৎপাদনের ক্ষেত্রে আস্থা ও বিশ্বাসের উপর নির্ভর করে একটি প্রতিষ্ঠান সামনের দিকে এগিয়ে যায়। ঠিক তেমনিভাবে কুষ্টিয়ার এই কেএনবি এগ্রো ইন্ডাষ্ট্রিজ লিঃ তার উৎপাদিত ফিড বাজারে নামী দামী উৎপাদিত ফিডের সাথে প্রতিযোগিতা করে বাজার সৃষ্টি করেছে। আগামীতে এই কোম্পানী দেশের মধ্যে ১ নং স্থানে নিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি।
তিনি আরও বলেন, কেএনবি এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড প্রতিষ্ঠিতর এই এক যুগে ইতোমধ্যে প্রায় এক হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছে। প্রতিষ্ঠানের কর্ণধার কামরুজ্জামান নাসির কঠোর হাড়াভাঙ্গা পরিশ্রমের মাধ্যমে দেশের অর্থনীতিকে যেভাবে চাঙ্গা করে যাচ্ছেন ঠিক তেমনিভাবে কুষ্টিয়াতে আরো কর্মসংস্থান সৃষ্টি করবে বলে আমি আশা করি।
কেএনবি এগ্রো ইন্ডাষ্ট্রিজ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক কামরুজ্জামান নাসিরের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অগ্রণী ব্যাংক পিএলসি ইসলামি বিশ্ববিদ্যালয় কর্পোরেট শাখা কুষ্টিয়ার এজিএম/শাখা প্রধান সাবিনা সুলতানা, কেএনবি এগ্রো ইন্ডাষ্ট্রিজ লিমিটেড এর পরিচালক চামেলী জামান, ডিজিএম (এডমিন) সাদ আহমেদ, এজিএম (সেলস এন্ড মার্কেটিং) ডা: মো: শহীদুল ইসলাম, একাউন্টস ম্যানেজার রমজান শেখ, ইমারত হোসেন, সেক্রেটারি রাজিব হোসেন, মাসুম শেখ, উৎপল কুমার বিশ্বাস প্রমুখ।
পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান জেলা শিল্পকলা একাডেমীর শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে। এসময় বিক্রয় প্রতিনিধিসহ বিভিন্ন জেলার ডিলারগন ও সুধীজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন মীর তনিমা।
এর আগে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন করেন কেএনবি এগ্রো ইন্ডাষ্ট্রিজ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক কামরুজ্জামান নাসির ও কোম্পানীর পতাকা উত্তোলন করেন কেএনবি এগ্রো ইন্ডাষ্ট্রিজ লিমিটেড এর পরিচালক চামেলী জামান। এরপর বেলুন উড়ানো ও কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
এবি//দৈনিক দেশতথ্য//জানুয়ারী ১১,২০২৩//

Discussion about this post