পিয়াজ, মশুর ও খেসারি ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষে ও প্রনোদনার অংশ হিসেবে ৪ হাজার ৫০০শ জন কৃষকদের মধ্যেবিনা মুল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষকদের মাঝে বিনামুল্যে সার-বীজ বিতরণ করা হয়। সার-বীজ বিতরণী প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মীর্জা জুবায়ের হোসেন, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ মশিউর রহমান ও উপজেল াপ্রকল্প বাস্তবায়ন কর্মকর্তসহ কৃষি অফিসের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ মশিউর রহমান বলেন, মির্জাপুর পৌরসভা ও ১৪ ইউনিয়নের ৪ হাজার ৫০০শ জন কৃষকের মাঝে সরকারী প্রনোদনার অংশ হিসেবে সার-বীজ তুলে দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে প্রতিটি এলাকার কৃষকের মাঝে সার, বীজ, কীটনাশকসহ বিভিন্ন উপকরন বিনামুল্যে দেওয়া হবে।
Discussion about this post