হাওরাঞ্চল প্রতিনিধি (কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের অষ্টগ্রামে শীতবস্ত্র পেলো পাঁচ শতাধিক শীতার্ত অসহায় মানুষ।
বুধবার (১৭ জানুয়ারী) দুপুরে উপজেলার পূর্ব অষ্টগ্রাম ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউনিয়নের চেয়ারম্যান মোঃ কাছেদ মিয়া ও ইউপি সদস্যদের নিজস্ব অর্থায়নে শীতার্তদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।
ইউপি চেয়ারম্যান মোঃ কাছেদ মিয়ার সভাপতিত্বে উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ দিলশাদ জাহান।
এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মজনু মিয়া, পুকুরপাড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জীবনময় শীল, অষ্টগ্রাম প্রেসক্লাব সভাপতি দেবপদ চক্রবর্তী, উপজেলা প্রেসক্লাব সভাপতি নজরুল ইসলাম সাগর, সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ তুষার, ইউপি সদস্য সুরমা আক্তার ও বকুল মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post