মোঃ ফয়সাল আলম রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর পুঠিয়ায় মাদকসহ এক নারী কাউন্সিলরকে গ্রেফতার করেছে গোয়ান্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) বিকেলে পৌরসভার বারইপাড়া গ্রামের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আইরিন পারভিন (৪৭) পৌরসভার বারইপাড়া গ্রামের মো. ফজলের স্ত্রী। তিনি পুঠিয়া পৌরসভার ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর।
বিষয়টি নিশ্চিত করে রাজশাহীর পুঠিয়া থানার ওসি সাইদুর রহমান জানান, মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল কাউন্সিলর আইরিন পারভিনকে নিজ বাড়ি থেকে হেরোইনসহ গ্রেফতার করে।
পরে তাকে পুঠিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় একটি মামলা রুজু হয়েছে। বুধবার (২৪ জানুয়ারি) সকালে তাকে আদালতে পাঠানো হবে বলে জানা গেছে।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post