দিনটি ছিল ১৯২৭ সনের ২৩ জুলাই। এই দিন থেকেই ভারতীয় উপমহাদেশে শুরু হয় রেডিওর সম্প্রচার। প্রথম অনুমোদন পায় ভারতের বেসরকারি রেডিও ইন্ডিয়ান ব্রডকাষ্টিং কোম্পানি লিমিটেড (আই বি সি)। এই কোম্পানিটি কে বোম্বাই এবং কলকাতা থেকে রেডিও সম্প্রচারের অনুমতি দেওয়া হয়।
ডালহৌসির ১নং গার্স্টিন প্লেসের ভাড়া বাড়িতে রেডিও স্টেশনটির কার্যক্রম শুরু করে। এর প্রধান ছিলেন স্টেপলটন। ভারতীয় অনুষ্ঠানের তত্বাবধায়ক ছিলেন ক্যারিনেট বাদক নৃপেন্দ্রকৃষ্ণ মজুমদার। কলকাতা থেকে সম্প্রচার শুরু হয় একই বছরের ২৬ অগাষ্ট। এই কোম্পানি ১ মার্চ, ১৯৩০ সালে বন্ধ হয়ে যায়।
সেই যুগে রেডিও অনুষ্ঠান কানে হেডফোন লাগিয়ে শুনতে হত। মাত্র একজনই অনুষ্ঠান শুনতে পেতেন। কিছু ধনী, অভিজাত ব্যক্তিরা রেডিও শোনার সুযোগ পেতেন।
১৯৩৬ সালে প্রচার সংস্থা ‘অল ইন্ডিয়া রেডিও’ এবং ২২ বছর পরে ১৯৫৭ সালে ‘আকাশবাণী’ নাম ধারন করে। সেপ্টেম্বর, ১৯৫৮ সালে ‘অল ইন্ডিয়া রেডিও’ ‘আকাশবাণী ভবনে’ স্থানান্তরিত হয়।
১ম রেডিও ব্রডকাষ্টার সাইদা বানু ১৩ অগাষ্ট, ১৯৪৭ অল ইন্ডিয়া রেডিওতে উর্দু সংবাদ পাঠিকা হিসাবে যোগদান করেন। তিনিই ভারতের সর্বপ্রথম রেডিও সংবাদ পাঠিকা। উপমহাদেশ বিভক্ত হলে অনেকেই তাঁকে পাকিস্তানে চলে যেতে বিভিন্নভাবে মানসিক চাপ প্রয়োগ করে। তিনি নতি স্বীকার করেন নি। এজন্য তাঁকে অনেক ‘কটু কথা’ শুনতে হয়েছিল! মাত্র ১৭ বছর বয়সে বিচারক আব্বাস রেজার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। কিন্তু বিয়ে টেকে নি। বান্ধবী বিখ্যাত গায়িকা-নায়িকা বেগম আখতার সাইদা বানুকে সামাজিকভাবে প্রতিষ্ঠিত হতে সাহায্য করেন।
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post