নিজস্ব প্রতিনিধি : কুষ্টিয়ার স্বনামধন্য ইসলামিক ক্যাডেট মাদ্রাসা “মডেল ইনস্টিটিউট কুষ্টিয়া” এর উদ্যোগে শীতকালীন পিঠা উৎসব-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ জানুয়ারি) সকাল থেকে কুষ্টিয়া শহরতলীর আদর্শ পাড়ায় মাদ্রাসার মাঠে দিন ব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পিঠা উৎসবে ছাত্র – ছাত্রীদের তৈরি করা শত রকমের পিঠা প্রদর্শন ও বিক্রয় করা হয়।
এসময় মডেল ইনস্টিটিউটের চেয়ারম্যান তরিকুল ইসলাম বলেন, গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য ফিরিয়ে আনার পাশাপাশি শিক্ষার্থীদের ক্রিয়েটিভিটি তৈরি করা হচ্ছে এ আয়োজনের মধ্য দিয়ে।
তিনি আরো বলেন,এই পিঠা উৎসব মানে শুধু উৎসবই না এই উৎসবের মধ্য দিয়ে ছাত্রছাত্রীরা প্রতিযোগিতামূলক পিঠা তৈরি ও বিক্রয়ের মাধ্যমে তারা বুঝতে পারবে তাদের সক্ষমতা ও যোগ্যতা সম্পর্কে।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইসলামি বিশ্ববিদ্যালয়ের আল কুরআন বিভাগের প্রফেসর ড.আ ব ম সাইফুল ইসলাম সিদ্দিকী, স্থানীয় পৌর কাউন্সিলর সাইফ উল মুরাদ, প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ ইউসুফ আলী, নির্বাহী পরিচালক পরিচালক মেহেদী হাসান, ইয়থ ডেভলপমেন্ট ফোরামের চেয়ারম্যান আশিকুল ইসলাম চপল প্রমূখ।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য,২৭ জানুয়ারি ২০২৪
প্রিন্ট করুন
Discussion about this post