কুষ্টিয়া প্রতিনিধি:
জাতীয় বিতর্ক উৎসব ২০২৩-এর চূড়ান্ত প্রতিযোগিতায় ২য় স্থান অধিকার করেছে কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী ও ক্লাবের আহবায়ক ফাতেমা মারজিয়া ওয়ানিয়া।
শনিবার রাজধানীর মোহাম্মদপুরে সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পুষ্টি-প্রথম আলো আয়োজিত এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে। এতে সারাদেশের ৪০টি আঞ্চলিক চ্যাম্পিয়ন দল অংশগ্রহণ করেছে।
এ প্রতিযোগিতায় কঠিন প্রতিদ্বন্দ্বিতা করে দ্বিতীয় স্থান হওয়ার গৌরব অর্জন করে কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের বিতর্ক ক্লাবের মেধাবী এ বিতার্কিক।
একই সঙ্গে, সনাতনী বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহন করে মাহিমা, নবনী, আত্মজা, মৌমিতা এবং নিন্ম মাধ্যমিক কুইজে অংশগ্রহন করে নুসরাত।
শনিবার সকালে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা ও বিতর্ক প্রতিযোগিতার পতাকা উত্তোলনের ভেতর দিয়ে শুরু হয় এ আয়োজন।
জাতীয় পতাকা উত্তোলন করেন ইমেরিটাস অধ্যাপক বরেণ্য শিল্পী রফিকুন নবী। বিতর্ক প্রতিযোগিতার পতাকা উত্তোলন করেন সহ-আয়োজক পুষ্টির (টি কে গ্রুপ) গ্রুপ পরিচালক মোস্তফা হায়দার।
এ সময় উপস্থিত ছিলেন- সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ ব্রাদার লিও পেরেরা, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের উপাচার্য ড. রুবানা হক, মনোরোগ বিশেষজ্ঞ ও কথাশিল্পী মোহিত কামাল,কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের বিতর্ক ক্লাবের মডারেটর সিনিয়র শিক্ষক নাদিরা খানমসহ অনেকে।
এবি//দৈনিক দেশতথ্য//জানুয়ারী ২৮,২০২৪//
প্রিন্ট করুন
Discussion about this post