রোমান আহমেদ, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরে শেখ হাসিনা নকশীপল্লী প্রকল্পের আবাদি জমি অধিগ্রহণ না করার দাবিতে মানববন্ধন করেছে এলাকার জমির মালিকরা।মঙ্গলবার (৩০ জানুয়ারী) সকালে পৌর শহরের হাটচন্দ্রা এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন বক্তব্য দেন জমির মালিক ও কৃষক মো.জাহাঙ্গীর আলম, সিরাজুল হক মাস্টার, মো. মুরাদুজ্জামান, মো. মিন্টু মিয়া প্রমুখ।
এ সময় তারা জামালপুর শেখ হাসিনা নকশীপল্লীর জন্য তিন ধরনের ফসল হওয়া কৃষি জমি অধিগ্রহণ বাতিলের দাবি জানান।
বিক্ষুব্ধ জমির মালিকরা বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে আসেন। পরে তাঁরা তিন ফসলি কৃষি জমি অধিগ্রহন বাতিলের দাবি জানিয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন।
উল্লেখ্য, জামালপুরে চন্দ্রা, চরচন্দ্রা, হাট চন্দ্রা ও পলিশা মৌজার ৩শ একর জমি অধিগ্রহণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post