নিজস্ব প্রতিবেদক
বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ের উন্নয়ন- এই প্রতিপাদ্য নিয়ে আজ শনিবার টাঙ্গাইলের মির্জাপুরে ৫০ তম জাতীয় সমবায় দিবস পারিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা সবমায় অফিস ও উপজেলা প্রশাসন র্যালি, আলোচনা সভা এবং পুরষ্কার বিতরনী অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মীর শরফি মাহমুদ।
উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কশিনার (ভুমি) মীর্জা জুবায়ের হোসেন, সমবায় অফিসার আমিনা পারভীন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আজাহারুল ইসলাম সিকদার, বিআরডিবির সাবেক চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম জহির, ভাইস চেয়ারম্যান মো. আবিদ হোসেন শান্ত ও উপজেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক মো. মিজু আহমেদ প্রমুখ।
Discussion about this post