গোফরান পলাশ, কলাপাড়া: পটুয়াখালীর কলাপাড়ায় ২ হাজার শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যক্ষ মোঃ মহিববুর রহমান এমপি।শুক্রবার সকাল ১০ টায় কলাপাড়া বঙ্গবন্ধু কলোনি ও পৌরসভা প্রাঙ্গনে শীতার্তদের মাঝে এসব কম্বল বিতরণ করেন তিনি।
এসময় কলাপাড়া উপজেলা আওয়ামী সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব তালুকদার, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি অধ্যক্ষ সৈয়দ নাসির, কলাপাড়া ইউএনও মোঃ জাহাঙ্গীর হোসেন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি অধ্যক্ষ শহিদুল ইসলাম বিশ্বাস, পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক অধ্যক্ষ মঞ্জরুল আলম, কলাপাড়া পৌরসভার প্যানেল মেয়র মোঃ হুমায়ুন কবির, দপ্তর সম্পাদক ইউসুফ আলী সহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতারাকর্মীরা উপস্থিত ছিলেন।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post