বাংলাদেশ জুয়েলার্স সমিতির এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বসুন্ধরার এমডিকে হত্যাচেষ্টার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে।
তারা জানিয়েছে এশিয়ার অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্ৰুপ। এর ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর বসুন্ধরা গোল্ড রিফাইনারীর কর্ণধার এবং বাংলাদেশ জুয়েলার্স সমিতি। তাকে হত্যা চেষ্টার ঘটনার ফলে দেশের সাধারণ জুয়েলার্সদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। কারণ আনভীর বাংলাদেশ জুয়েলার্স সমিতির সম্মানিত সদস্য হিসেবে বাংলাদেশের ইতিহাসে প্রথম গোল্ড রিফাইনারী স্থাপন সহ বিভিন্ন গঠনমূলক উদ্যোগ গ্রহণ করেছেন। তার এই উদ্যোগের ফলে দেশের জুয়েলারী ব্যবস্থা তথা দেশের অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন হবে বলে আমরা বিশ্বাস করি।
বাংলাদেশ জুয়েলার্স সমিতির পক্ষ থেকে আমরা উক্ত হত্যা-চেষ্টা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের স্বল্প সময়ের মধ্যে গ্রেফতার ও শাস্তির দাবী করছি।
একইসাথে হত্যা চেষ্টার নীল নকশা প্রতিহত করার জন্য বাংলাদেশ পুলিশ বাহিনীকে সাধুবাদ জানানো হয়েছে।

Discussion about this post