প্রেসবিজ্ঞপ্তি:
বোয়ালখালীতে শিল্পী ও অক্টোপ্যাড বাদক শিমুল আচার্য্যের মা রেখা আচার্য্য হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।
৯ ফেব্রুয়ারি শুক্রবার, বিকাল পাঁচটায় পৃথিবীর মায়া ত্যাগ করে, পরিবার পরিজন নিকট আত্মীয় স্বজন সহ সকলকে অশ্রু জলে ভাসিয়ে পরলোক গমন করেছেন।
তিনি ছিলেন বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাধারণ সদস্য অক্টোপ্যাড বাদক শিল্পী শিমুল আচার্য্যের মা। তাঁর মৃত্যুতে ‘লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান’ বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক ঢোলবাদক লোকশিল্পী শ্রী বাবুল জলদাশ, সংগঠনের সভাপতি অনুপম বড়ুয়া পারু, প্রতিষ্ঠাতা পরিচালক ও সাধারণ সম্পাদক সংগঠক শিল্পী শ্রী বিপ্লব জলদাস, শিল্পী বিধান দাস, দোলন জলদাশ, গভীর শোক প্রকাশ করেছেন।
এক শোকবার্তায় বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নেত্রীবৃন্দ তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি দুটি পুত্র সন্তান, পুত্রবধূ, নাতি-নাতনী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
এবি//দৈনিক দেশতথ্য//ফেব্রুয়ারী ০৯,২০২৪//
প্রিন্ট করুন
Discussion about this post