নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি বলেছেন, ‘দ্রব্যমূল্য ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে বাজার নিয়ন্ত্রনে সরকারের পক্ষ থেকে যা কিছু ব্যবস্থা গ্রহনের আছে তার সবটাই করবে সরকার। প্রধানমন্ত্রীসহ বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা বার বার বলেছেন যে কিছু সংখ্যক অসাধু ব্যবসায়ী আছে যাদের কারনে বারবার বাজার অস্থিতিশীল হয়। এবিষয়ে সরকার যথেষ্ট কঠোর আছে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে আইন সংগত সকল পদক্ষেপ নিতে বদ্ধ পরিকর’।
হানিফ আরও বলেন, ‘পাশ^বর্তী অন্যএকটি দেশের অভ্যন্তরীন ঘটনায় যে অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে সেটাকে উল্লেখ করে বাংলাদেশের পররাষ্ট্রনী নীতির দুর্বলতা খোঁজার কোন অবকাশ নেই। ওদের অভ্যন্তরীন ঘটনায় গুলাগুলির ঘটনায় একটা গুলি এসে আমাদের ভু-খন্ডে পড়ার কারনে ঘটনাস্থলে একজন নিহত হয়েছে। এটা অত্যন্ত দু:খজনক। এব্যাপারে সরকারের পক্ষ থেকে ইতোমধ্যেই মায়ানমারের রাষ্ট্রদুতকে ডেকে কড়া ভাষায় তীব্র প্রতিবাদ করা হয়েছে, ভৎস্মর্না করা হয়েছে এবং এজাতীয় ঘটনা পূনরায় না ঘটার জন্য তাদেরকে সতর্ক করে দেয়া হয়েছে।
রবিবার বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া সরকারী মহিলা কলেজের নতুন ৬তলা ভবন নির্মান প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন, নবীন বরণ ও বার্ষিক পুরস্কার প্রদানে যোগদেয়ার প্রাক্কালে সাংবাদিকদের এসব কথা বলেন। কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে বিশেষ অতিথি এমপির সহধর্মিনী ফৌজিয়া আলম, সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতাসহ কলেজের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ১১ ফেব্রুয়ারি ২০২৪
প্রিন্ট করুন
Discussion about this post