গোফরান পলাশ, কলাপাড়া: পটুয়াখালীর কলাপাড়ায় বিক্রির উদ্দেশ্যে পাচার কালে ৪ টন সরকারি পাঠ্য বই সহ একটি ট্রাক জব্দ করেছে উপজেলা প্রশাসন।
রবিবার (১১জানুয়ারী) রাত সাড়ে এগারোটার দিকে মোয়াজ্জেমপুর সিনিয়র আলিম মাদ্রাসা সংলগ্ন সড়ক থেকে এসব বই জব্দ করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহমেদ। জব্দকৃত বইয়ের বাজারমূল্য আনুমানিক ৫ লাখ টাকা।
জানা যায়, মোয়াজ্জেমপুর সিনিয়র আলিম মাদ্রাসার প্রিন্সিপাল আবু বক্কর সিদ্দিক রাতের আঁধারে এসব পাঠ্যবই ঝিনাইদহ এলাকায় নিয়ে বিক্রি করতে চেয়েছিলো। ট্রাকে করে বইগুলো নিয়ে যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বইগুলো জব্দ করে উপজেলা প্রশাসন। তবে এবিষয়ে মাদ্রাসা অধ্যক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
নির্বাহী ম্যাজিস্ট্রেট কৌশিক আহমেদ বলেন, ট্রাক সহ বইগুলো মহিপুর থানায় হস্তান্তর করা হয়েছে। উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজারকে এ ঘটনায় মামলা দায়েরের নির্দেশনা দেয়া হয়েছে।
উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মোঃ মনিরুজ্জামান বলেন, বিষয়টি আমার কাছে পরিস্কার না। এছাড়া আমি বই কমিটির সদস্য ও না। মাধ্যমিক শিক্ষা অফিসার থাকতে আমি বাদী হবো কেনো? মহিপুর থানার ওসি (তদন্ত) মোঃ আসলাম বলেন, ‘রবিবার রাতে কলাপাড়া এসিল্যান্ড ট্রাক সহ বই গুলো থানায় রেখে গেলেও আমাদের এ সংক্রান্ত কাগজপত্র বুঝিয়ে দিয়ে যায়নি। আমরা এখন পর্যন্ত লিখিত কোন অভিযোগ পাইনি।
কলাপাড়ায় পাচার কালে ৪ টন সরকারি পাঠ্য বই জব্দ

Discussion about this post