দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে যুগান্তরের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। দৈনিক যুগান্তর পত্রিকা দুইযুগ পেরিয়ে ২৫ বছরে পদার্পণ উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
গতকাল শুক্রবার বেলা ১১টায় দৌলতপুর প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা শেষে কেক কাটা হয়। এরআগে একটি র্যালি উপজেলা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
দৈনিক যুগান্তর পত্রিকার দৌলতপুর উপজেলা প্রতিনিধি মো. মানজারুল ইসলাম খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, দৌলতপুর কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ও শিল্পকলা একাডেমির সাধারন সম্পাদক সরকার আমিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, দৌলতপুর খাদ্য পরিদর্শক ও এলএসডি কর্মকর্তা মো. সাহাবুল আলম, দৌলতপুর উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক আব্দুল কাদের ও দৌলতপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এম মামুন রেজা।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন, দৌলতপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো. শরীফুল ইসলাম, আল্লারদর্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার জালাল উদ্দিন, দৌলতপুর প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহফুজুল আলম, দৌলতপুর প্রেসক্লাবের নির্বাহী সদস্য সাইদুর রহমান, দৌলতপুর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সাইদুল আনাম, এশিয়ান টেলিভিশনের দৌলতপুর প্রতিনিধি সোহানুর রহমান শিপন প্রমুখ। অনুষ্ঠানে দৌলতপুর প্রেসক্লাবের উপদেষ্টা মোশরফ হোসেন খান, সদস্য আতিয়ার রহমান, রনি আহমেদ, জিয়াউর রহমান, নাজমুল ইসলাম ও আল্লারদর্গা প্রেসক্লাবের সদস্য সম্রাট আলীসহ অন্যান্য সদস্যবৃন্দ এবং দৌলতপুরে কর্মরত বিভিন্ন মিডিয়ার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
অতিথিবৃন্দ দৈনিক যুগান্তরের ২৫ বছরে পদার্পণ উপলক্ষে আলোচনা সভায় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি পত্রিকার সাফল্য কামনা করেন। শেষে দৈনিক যুগান্তরের স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলামের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ২৪ ফেব্রুয়ারী ২০২৪
প্রিন্ট করুন
Discussion about this post