মোহাম্মদ সোহেল, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের ভূঞাপুরের অলোয়া ইউনিয়নের বরকতপুর এলাকায় পুরাতন জামে মসজিদের ইমামের উপর হামলার ঘটনা ঘটেছে। এ নিয়ে নিন্দা ও প্রতিবাদ করেছে এলাকাবাসী।
যানা যায়, গত সোমবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে আটটায়, উপজেলার অলোয়া ইউনিয়নের বরকতপুর গ্রামের পুরাতন জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুল কুদ্দুস মাস্টারের নির্দেশে তার ভাতিজা নুরুল হক (২৫) তার বন্ধু শরিফকে (২৫) সাথে নিয়ে সভাপতির নিজ বাড়িতে ডেকে নেয় মসজিদের ইমাম মোঃ মাহ্দী হাসান খানকে (৩৫)। সে গোবিন্দাসী ইউনিয়নের কয়রা গ্রামের মোঃ মহির উদ্দিন খানের ছেলে।
পরে সেখানে ‘মসজিদে মুসল্লিদের নিয়ে ফিলিস্তিনির উপর ইজরায়েলি আগ্রাসন বন্ধের দোয়া করা নিয়ে’ মসজিদ পরিচালনা কমিটির সভাপতির ছেলে খলিলুর রহমান (৪০) ও ইসহাক আলী বাচ্চু ডিলারের ছেলে নুরুল হক (২৫) বিভিন্ন ধরনের গালমন্দের একপর্যায়ে, খলিল এবং নুরুল হক ইমাম মাহ্দীকে গলা চেপে ধরে মেরে ফেলার চেষ্টা করে। এ সময় মসজিদ পরিচালনা কমিটির কোষাধক্ষের দায়িত্ব থাকা আব্দুর রশিদ (৫৫) ও এবাদত সরকার পরিস্থিতি শান্ত করতে আহত হন। পরে স্থানীয়দের সহযোগিতায় ঘটনার স্থান থেকে সরে আসেন তিনি।
পরে স্থানীয়দের সহযোগিতায় ঐরাতে মসজিদের ইমাম মোঃ মাহ্দী হাসান খান বাদী হয়ে ভূঞাপুর থানায় অভিযোগ দেন। তারই পরিপ্রেক্ষিতে গত শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) দায়িত্বপ্রাপ্ত অফিসার এসআই কামরুল হাসানের নেতৃত্বে বাদী বিবাদী উভয়ের সমন্বয়ে ঘটনার মীমাংসার সিদ্ধান্ত হলে পুলিশ ঘটনার স্থান ত্যাগ করেন। পরে এই নিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যসহ বিশেষ ব্যক্তিবর্গের উপস্থিতিতে পরপর তিনবার সালিশি বৈঠক অনুষ্ঠিত হয়। কিন্তু বিবাদী হাজির না থাকায় সালিশি বৈঠকে নিষ্পত্তি হয়নি মসজিদের ইমামের উপর হামলার ঘটনা।
এই নিয়ে ফুসে উঠেছে স্থানীয় ধর্ম ভীরু মুসল্লী ও আলেম সমাজ। ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক তীব্র নিন্দা জানিয়ে বলেন এ ঘটনার নিষ্পত্তি না হলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। তিনি ঘটনার পরিস্থিতি সামাল দিতে সকল মুসুল্লি ইমাম উলামায়ে কেরামদের শান্ত থাকার জন্য বিশেষ অনুরোধ করেন।
এ ঘটনার দায়িত্বপ্রাপ্ত ভূঞাপুর থানার এস আই কামরুল হাসান জনান, বিষয়টি নিষ্পত্তির জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যান দায়িত্ব নিয়েছেন, নিষ্পত্তি না হলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
এবি//দৈনিক দেশতথ্য//ফ্রেব্রুয়ারী ২৬,২০২৪//
প্রিন্ট করুন
Discussion about this post