নিজস্ব প্রতিবেদক:নেছারাবাদে জসিম ও ফাতেমা নামে এক সচ্ছল দম্পত্তির পরিবারে দুইটি টিসিবি কার্ড বরাদ্দ দেয়ার পরও একটি ভিজিডি কার্ডের জন্য বিভিন্ন জায়গায় অভিযোগ করেছেন ওই দম্পত্তি।
জসিম ও ফাতেমা দম্পত্তি উপজেলার বলদিয়া ইউনিয়নের কাটাখালি গ্রামের ১নং ওয়ার্ডের বাসিন্দা। জসিম মিয়া ও তার স্ত্রীর নামে দুইটি টিসিবি কার্ড ছাড়াও তারা ব্রাক এনজিও থেকে একটি গরু সহ প্রাণি সম্পদ অফিস থেকে পেয়েছেন তিনটি ভেড়াও। সরকার কর্তৃক এত কিছু পাওয়ার পরও একটি ভিজিডি কার্ডের জন্য বিভিন্ন মহলে তার ধর্না ধরায় হয়রাণির মুখে পড়ছেন ওয়ার্ডের সংশ্লিষ্ট ইউপি সদস্য।
ইউপি সদস্য মো: রফিকুল ইসলামের অভিযোগ ফাতেমা জসিম দম্পত্তি দুইটি টিসিবি কার্ড সহ প্রাণি সম্পদ থেকে ভেড়া সহ ব্রাক এনজিও থেকে পেয়েছেন গাভী। তাদের এত কিছু পাওয়ার পরও ভিজিডি কার্ড পাওয়ার জন্য তারা আমাদের চেয়ারম্যান সহ আমাকে দোষারপ করছেন।
জসিমের স্ত্রী ফাতেমা বেগম অভিযোগ করে বলেন, তারা দুইটি টিসিবি কার্ড সহ উপজেলা প্রাণি সম্পদ অফিস থেকে তিনটি ভেড়া পেয়েছেন। এছাড়া ব্রাক থেকে একটি গরু পেয়েছেন। তবে তারা গরীব মানুষ। তার নামে একটি ভিজিটি কার্ড হয়েছিল। সেই কার্ডে তারা একবার ৩০ কেজি চাল পেয়েছিল। এর পর থেকে আর কোন চাল পাননি। এমনকি তাদের নামে হওয়া ভিজিটি কার্ডটিও হাতে পাননি।
বলদিয়া ইউপি চেয়ারম্যান মো: সাইদুর রহমান বলেন, জসিমের স্ত্রী ফাতেমা দুইটি টিসিবি কার্ড পেয়েছে। এছাড়া প্রাণি সম্পদ অফিস থেকে তিনটি ভেড়া ব্র্যাক অফিস থেকে একটি গরু পেয়েছে। তাই তার নামের ভিজিডি কার্ড বাদ দিয়ে বিধোবা নারী তিন সন্তানের জননী ফাতেমার নামে কার্ড করে দেয়া হয়েছে।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post