লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের কালীগঞ্জে কাভার্ড ভ্যান ও অটোর সংঘর্ষে সোহেল (২৫) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন।
এসময় অটোরিক্সায় থাকা আরো ৫ যাত্রী আহত হয়েছেন । তাদের রংপুর মেডিকেল কলেজ ও স্থানীয় হাসপাতালে ভর্তি হয়েছেন।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯ টায় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের কাকিনা ওয়াবদা বাজারের এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়া জানান, সকালে কয়েকজন কলেজ ছাত্র কে নিয়ে লালমনিরহাটের দিকে যাচ্ছিল অটোরিকশা । এ সময় বুড়িমারী অভিমুখে যাওয়া একটি কাভার্ড ভ্যান অটোরিক্সাটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে কলেজছাত্র সোহেল নিহত হয়।
এসময় আহত ৫ জনকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করান। সেখানে দুইজনের অবস্থা আশংক্ষাজনক হলে রংপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করান।
কালীগঞ্জ থানার ওসি ইমতিয়াজ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহতদের উদ্ধার করে স্থানে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে তিনি জানান।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post