নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের নবনির্বাচিত চেয়ারম্যান খন্দকার বিপ্লব মাহমুদ উজ্জলকে সংবর্ধনা দেওয়া হয়েছে। মোহনা টেলিশিশনের ১২ বছরে পদার্পন উপলক্ষে মোহনা টেলিভিশন দর্শক ফোরাম এবং মির্জাপুর রিপোর্টার্স ইউনিটি এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। সংবর্ধনা উপলক্ষে রির্টোার্স ইউনিটির মিলনায়তন মির্জাপুর উপজেলার সকল সাংবাদিকদের অংশ গ্রহনে এক মিলন মেলায় পরিনত হয়। গতকাল বৃহস্পতিদবার (১১ নভেম্বর) রাতে মির্জাপুর রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা মো. হাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মীর্জা জুবায়ের হোসেন এবং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মো. আজাহারুল ইসলাম।
মির্জাপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক ইত্তেফাক এবং মোহনা টেলিভিশনের মির্জাপুর প্রতিনিধি মীর আনোয়ার হোসেন টুটুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রেস ক্লাব মির্জাপুর এর সভাপতি দৈনিক জনন্ঠের সাংবাদিক ও পাক্ষিক নতুন প্রহরের সম্পাদক নিরঞ্জন পাল, সাবেক সভাপতি ও দৈনিক দেশ রুপান্তরের সাংবাদিক মো. শামসুল ইসলাম সহিদ, সাবেক সভাপতি ও দৈনিক আজকের পত্রিকার সাংবাদিক মো. জাহাঙ্গীর হোসেন, মির্জাপুর সাংবাদিক সংস্থার সভাপতি ও দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকার সাংবাদিক মো. মাজাহারুল ইসলাম শিপলু, উপজেলা আওয়ামীলীগের সাংগনিক সম্পাদক সৈয়দ ওয়াহিদ ইকবাল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আজাহারুল ইসলাম, মির্জাপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রেস ক্লাবের সাবেক সাধারন সম্পাদক মো. সালাউদ্দিন আহমেদ বাবর, বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফারজানা রহমান, বিশেষ অতিথি মীর্জা জুবায়ের হোসেন, সংবধিত অতিথি খন্দকার বিপ্লব মাহমুদ উজ্জল এবং প্রধান অতিথি মো. হাফিজুর রহমান।
এ সময় উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মো. মনিরুজ্জামান মনির, মির্জাপুর মোহনা টেলিভিশন দর্শক ফোরামের সভাপতি ও সাপ্তাহিক বারবেলা, মাসিক চন্দ্র বিন্দু ও দৈনিক নিউজ ডট নেট এর সম্পাদক মো. হোসনী যুবাইরী, সাধারন সম্পাদক ও দৈনিক অধিকারের সাংবাদিক শাহ সৈকত মুন্না, প্রেস ক্লাবের সাবেক সাধারন সম্পাদক শাহ বজলুর রশিদ বিজু, প্রেস ক্লাবের সাবেক সাধারন সম্পাদক ও উপজেলা যুবলীগের আহবায়ক মো. শামীম আল মামুন, দৈনিক ভোরের কাগজের সাংবাদিক জহিরুল ইসলাম শেলি, দৈনিক কালের কন্ঠের সাংবাদিক ও প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মো. এরশাদ মিয়া, দি নিউএইজের সাংবাদিক ও প্রেস ক্লাবের কোষাধক্ষ মো. হারুন অর রশিদ, সাপ্তাহিক বারবেলার নির্বাহী সম্পাদক ও প্রেস ক্লাবের সহসম্পাদক মো. আশরাফ আহমেদ, দৈনিক ভোরের পাতার প্রতিনিধি শিলা আক্তার, মির্জাপুর রিপোর্টার্স ইউনিটির আজীবন সদস্য ও বিশিষ্ট্য সংগীত ও চিত্র শিল্পী হুমায়ুন কবীর, মো. আতোয়ার রহমান সাদত, রিপোর্টার্স ইউনিটির সহসভাপতি ও দৈনিক ভোরের ডাকের সাংবাদিক মো. খায়রুল করিম পাপন, সাধারন সম্পাদক ও এশিয়ান টিভির প্রতিনিধি মো. নাজমুল ইসলাম, কোষাধক্ষ ও দৈনিক নয়া দিগন্তের সাংবাদিক ডি এম শামীম সুমন, কার্যানির্বাহী সদস্য ও মির্জাপুর প্রতিদিন ডটকমের সম্পাদক মো. রায়হান সরকার রবিন, দৈনিক যুগান্তরের প্রতিনিধি মো. সাজ্জাত হোসেন, দপ্তর সম্পাদক ও পাক্ষিক নতুন প্রহরের সাংবাদিক উত্তম বণিক, রিপোর্টার্স ইউনিটির সদস্য ও বিজয় টিভির প্রতিনিধি মো. মোজাম্মেল হক, মাই টিভির প্রতিনিধি মো. মোশারফ হোসেন, ঢাকা প্রতিদিনের প্রতিনিধি ও মির্জাপুর প্রতিদিন ডটকমের নির্বাহী সম্পাদক মো. সাজিদুল ইসলাম সজিব, মির্জাপুর সাংবাদিক সংস্থার সাধারন সম্পাদক ও দৈনিক মানব জমিনের প্রতিনিধি মো. জোবায়ের হোসেন, সাংগঠনিক সম্পাদক ও আনন্দ টিভির প্রতিনিধি মো. সানোয়ার হোসেন সাইদি, দপ্তর সম্পাদক ও দৈনিক বাংলাদেশের খবর এবং ইংরেজি দৈনিক আওয়ার টাইমের প্রতিনিধি মো. রাব্বি ইসলাম ও মো. মাহবুবুর রহমান ফিরোজসহ সুধীজন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান ও বিশেষ অতিথি এসিল্যান্ড মীর্জা জুবায়ের হোসেন তাদের বক্তব্যে বলেন, সংবর্ধনা অনুষ্ঠানে স্থানীয় সকল সাংবাদিকের অংশ গ্রহন এক মিলন মেলায় পরিনত হয়েছে যা দৃষ্টান্ত হয়ে থাকবে। তাদের একত্রিত হতে দেখে আমরা অভিভুত ও আনন্দিত হয়েছি। আমরা আশা করবো তাদের সুন্দর ও বস্তুনিষ্ঠ লেখনির মাধ্যমে মির্জাপুর উপজেলা অন্ধকার থেকে আলোর দিকে ধাপিত হবে। প্রশাসনের পক্ষ থেকে তাদের তাদের সহযোগিতা করা হবে। একই অনুভুতি প্রকাশ করেন অনুষ্ঠানে সংবর্ধিত বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের নবনির্বাচিত চেয়ারম্যান খন্দকার বিপ্লব মাহমুদ উজ্জল। পরে মির্জাপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে অতিথিবৃন্দ খন্দকার বিপ্লব মাহমুদ উজ্জলের হাতে রিপোর্টর্স ইউনিটির পক্ষ থেকে ক্রেস্ট তুলে দেন।।
Discussion about this post