প্রভাষক রীতা গুপ্তা, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রাকের সঙ্গে কাভার্ডভ্যানের সংঘর্ষে তিনজন আহত হয়েছেন।
ঘটনাটি ঘটেছে, গতকাল শনিবার (১৬ মার্চ) সকাল ১০টার দিকে ফুলবাড়ী- দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের বেজাই মোড় নামক স্থানে।
আহতরা হলেন, রংপুর জেলার গংগাচড়া উপজেলা সদরের বাবু রায়ের ছেলে কাজি ফার্মের মুরগির খাদ্যবাহী কার্ভাট ভ্যানের চালক পলাশ রায় (৩৬), একই কার্ভাট ভ্যানের হেলপার গোপালগঞ্জের বাসিন্দা খায়রুল আলম (২৫) এবং ঠাকুরগাঁও জেলার হরিহরপুর ঠাকুরপাড়া গ্রামের সামশুল হকের ছেলে ও রডবাহী ট্রাকের হেলপার শাহেদ আলী (৩২)। এদের মধ্যে ভ্যানের চালক পলাশ রায়ের অবস্থা গুরুতর। প্রত্যক্ষদর্শী হাবিবুর রহমান ও জিয়াউল হক বলেন, বেড়াই মোড় এলাকায় ঠাকুরগাঁও থেকে কাজি ফার্মের মুরগির খাদ্য নিয়ে সিরাজগঞ্জ গামী কার্ভাট ভ্যান (ঢাকা-মেট্রো-ড-১১-০১৩০) এবং ঢাকা থেকে ঠাকুরগাঁও গামী রডবাহী ট্রাকের (ঢাকা-মেট্রে-ট-২২-৫০৬৪) মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কাভার্ড ভ্যানের চালক পলাশ রায়কে স্টীয়ারিংয়ের সঙ্গে চাপা পড়ায় স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে ও তার হেলপার খায়রুল আলমে উদ্ধার করেন। একই সঙ্গে অপর ট্রাকের চালকের স্থান থেকে হেলপার শাহেদ আলীকেও উদ্ধার করা হয়েছে। পরে আহতদের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেওয়া হয়। তারা আরও জানান, রডবাহী ট্রাকের চালক ট্রাক না চালিয়ে ট্রাকটি চালাচ্ছিলেন তার হেলপার শাহেদ আলী।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, দুর্ঘটনার বেজাই মোড় নামের স্থানটি ফুলবাড়ীর সংলগ্ন হলেও এটি পার্বতীপুর থানা এলাকার মধ্যে পড়েছে। তাই পার্বতীপুর থানা পুলিশ এ বিষয়ে আইনি পদক্ষেপ নেবেন। তবে সড়কের যানজট সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করতে ফুলবাড়ী থানা পুলিশ কাজ করেছে।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post