মেহেরপুর প্রতিনিধি: নানা আয়োজনের মধ্যে দিয়ে মেহেরপুরে পালিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস ।
এ উপলক্ষে আজ সকাল সাড়ে ৯ টার সময় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসন । পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধানিবেদন করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক শামীম হোসেন।
আইনশৃঙ্খলা বাহীনির পক্ষে থেকে শ্রদ্ধানিবেদন করেন পুলিশ সুপার এ এস এম নাজমুল হক , জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. ইব্রাহীম শাহীন সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এরপর একে একে জেলার বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক, রাজনৈকি ও সাংস্কৃতিক সংগঠন এর পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়াও দিনটি উপলক্ষে সরকারী ও বেসরকারীভাবে নানা কর্মসূচীর আয়োজন করা হয়েছে।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ১৭ মার্চ ২০২৪

Discussion about this post