সাপাহার(নওগাঁ)প্রতিনিধিঃ “মাদকমুক্ত যুব সমাজের প্রত্যাশায়”এই স্লোগানকে সামনে রেখে নওগাঁর পত্নীতলা উপজেলার আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার পত্নীতলা উপজেলার পলিপাড়া গ্রামে বিকেল ৫ টায় ভিক্টোরিয়া স্বপ্নের ঠিকানা সামাজিক সংগঠনের আয়োজনে আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে মেঘলা এন্টার প্রাইজের ব্যবস্থাপক আরাফার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পত্নীতলা থানার অফিসার মোজাফ্ফর হোসেন,বিশেষ অতিথি হিসেবে ছিলেন, জেলা পরিষদ সদস্য ফাতেমা জিন্নাহ ঝরণা,
পত্নীতলা উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ রাহাত, হাঙ্গার প্রজেক্ট এলাকা সমন্বয়কারী আসির উদ্দীন,প্রগতি সোস্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন ও মানবাধিকার কর্মী আবু হোসেন, ভিক্টোরিয়া স্বপ্নের ঠিকানা সংগঠনের সভাপতি এসকে মোহাম্মাদ আলী সাজু প্রমুখ।
উল্লেখ্য সামাজিক সংগঠনটি দীর্ঘ কয়েক বছর ধরে তরুণদের বিপথগামি হতে বিরত রাখা, শারীরিক ও মানসিক বিকাশ এবং সুস্থধারায় সামাজিকীকরণে নানামুখি উদ্যোগ গ্রহণ করে থাকে।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post