সাপাহার(নওগাঁ)প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলার হাটশাওলী গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তরিকুল ইসলাম (২৪) নামের এক যুবককে অমানুষিক নির্যাতনের অভিযোগ উঠেছে।
নির্যাতনের স্বীকার তরিকুল জানান,গতকাল বৃহস্প্রতিবার বিকেল সাড়ে ৪ টার দিকে গ্রামের পাশের মাঠে ছাগল চরাতে গেলে তুচ্ছ ঘটনার জের ধরে কথা কাটাকাটির এক পর্যায়ে একই গ্রামের বাসিনাদা প্রতিপক্ষের লোকমান,আইয়ুব আলী বাবু,সোলাইমান, ইউনুস আলী,রবিউল, ও ময়েজ উদ্দীন তাকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে মাঠে ফেলে রাখে।তার ডাক চিৎকারে তাকে বাঁচাতে তরিকুলের মামানী ঘটনাস্থলে ছুটে গেলে প্রতিপক্ষরা ওই মহিলাকে অনুরূপ ভাবে শারীরিক নির্যাতন করে। পরে আহতদের সাপাহার হাসপাতালে এনে চিকিৎসা দেয়া হয়। এবিষয়ে পত্নীতলা থানায় লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post